সিরিজ বোমা হামলার সন্দেহজনক আসামি জেএমবি সদস্য সুমন হোসেনকে (২৭) চুয়াডাঙ্গা শহর থেকে আটক করেছে পুলিশ।শহরের রেলবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়। আটক সুমন হোসেন রেলবাজার এলাকার মনিরুল ইসলাম মন্টুর ছেলে।পুলিশ জানায়, ২০০৫ সালে দেশের ৬৩ জেলায় যে সিরিজ বোমা হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ছিল সুমন। এ ব্যাপারে পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। ওই সময় সুমন চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুরে বোমা হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল। সিরিজ বোমা হামলা এবং সাম্প্রতিক নাশকতা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, তিন বছর সাজা খাটার পর কিছুদিন আগে সুমন মুক্ত পায়। সম্প্রতি সুমন আবারো নিষিদ্ধ জঙ্গিসংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সালাউদ্দিন কাজল/এএম/এমএস