কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩২৫ নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা এবং তাদের কর্তব্যরত কাজে বাধাদানের অভিযোগে সোমবার সকালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন চৌধুরী ও তাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই দুটি মামলা দায়ের করেন।কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জাগোনিউজকে জানান, রোববার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এছাড়া ওই দিন সকালে নগরীর চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় ১১ জনের নাম উলেখ করে অজ্ঞাত আরো ১০০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, রোববার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়। এদিকে সকালে নগরীর চকবাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ২০ দলীয় নেতাকমীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির ৫ কর্মী আহত হয়। -এমএএম