রাজধানীতে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জাগোনিউজকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৭টা পর্যন্ত রাজধানীতে বিজিবি মোতায়েন থাকবে।রাজধানীতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।-জেইউ/ এমএএস