দেশজুড়ে

জঙ্গিবাদ মোকাবেলাই হবে শোক দিবসের শপথ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এবারের জাতীয় শোক দিবসের শপথ হচ্ছে ‘সন্ত্রাসী-জঙ্গিবাদ মোকাবেলা করা’। দেশের অর্থনীতি ও উন্নয়নের চাকা এগিয়ে নিতে হলে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।  শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আ.লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।তিনি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র এদেশ থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তা হতে দেয়নি। দেশে ফিরেই শপথ নিয়েছেন স্বাধীনতা-মানবতাবিরোধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করবেন। আজ অনেকটাই সফল হয়েছেন শেখ হাসিনা। ইতোমধ্যে স্বাধীনতাবিরোধী অনেকের ফাঁসির রায় কার্যকর হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছে ওই চক্র। তাতেও সফল হয়নি তারা। আজ দেশের অর্থনীতি ও উন্নয়নের চাকাকে থামিয়ে দিতে জঙ্গিবাদকে লেলিয়ে দেয়া হয়েছে। এসব করে কোনো লাভ হবে না।জাতীয় ঐক্য বিষয়ে তিনি বলেন, একদিকে বিএনপি জাতীয় ঐক্য চান, অপর দিকে জামায়াতের সঙ্গ ছাড়তে চান না। খালেদা জিয়া জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছেন। বিএনপি এখন বিএনপি নেই, বিএনপি-জামায়াত এক হয়ে গেছে। কাজেই সন্ত্রাসীদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না।  জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর সভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান প্রমুখ। মিজানুর রহমান/এএম/এবিএস