দেশজুড়ে

শেরপুরে জেএমবির আরেক সদস্য আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকা থেকে জেএমবির আরেক সদস্য আমিনুল ইসলামকে (২২) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক আমিনুল ইসলাম ওই এলাকার আশরাফ আলীর ছেলে। এর আগে শুক্রবার রাতে ধানশাইল ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে জেএমবির শীর্ষ নেতা শায়খ রহমান ও বাংলা ভাইয়ের খাদেম বলে পরিচিত সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম ওরফে সালাম ওরফে আবু সাইদ (২৭) নামে এক জেএমবি সদস্যকে আটক করে ডিবি। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধানশাইল এলাকার চকপাড়া থেকে প্রথমে জেএমবি সদস্য সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে তার সহযোগী আমিনুল ইসলামকে আটক করা হয়। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।হাকিম বাবুল/এআরএ/এবিএস