চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। জোটের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে হরতালের ডাক দেয়া হয়েছে।মঙ্গলবার ভোর ৬টায় হরতাল শুরুর পর এ পর্যন্ত অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, সহিংসতা মোকাবেলায় মাঠে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম ২০ দলীয় জোটের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে হরতালের ডাক দেন।কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারি মোহাম্মদ সেলিম।বিএ