ফরিদপুরে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- লাবলু মিয়া, আব্দুস সামাদ ও জাকারিয়া শেখ। তাদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে। ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-হাসান জানান, গত ১৩ আগস্ট রাতে মাদারিপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে ইমরুল শেখের বাড়িতে ডাকাতরি ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানে নামে র্যাব। পরে সোমবার ভোররাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন, একটি রামদা ও তালা ভাঙার সরঞ্জামাদিসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুাতি চলছে বলে জানান তিনি। তরুন/এফএ/পিআর