অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে রণজিৎ সরকারের পাঁচটি বই আসছে। এর মধ্যে দুটি কিশোর উপন্যাস। একটির নাম ক্লাসরুমে যত কাণ্ড। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। অন্যটি স্কুলে অনুপস্থিত। এটি প্রকাশ করেছ পার্ল পাবলিকেশন্স।অন্য তিনটি গল্পের বই। একটি হলো লালু বাহিনীর লাফিং ক্লাব। প্রকাশ করছে শব্দশৈলী। ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প। প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। অন্যটি হলো শিশুতোষ একুশের গল্প। প্রকাশ করছে সাহিত্যমালা।চারটি বইয়ের প্রচ্ছদ করেছে নিয়াজ চৌধুরী তুলি। ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প প্রচ্ছদ করেছেন শাহানারা নার্গিস শিখা। এমএএস