দেশজুড়ে

হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

মাগুরার শ্রীপুর উপজেলার বরালদাহ গ্রামে প্রতিপক্ষকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালতে অপরাধ প্রমাণিত না হওয়ায় একই মামলায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ মাহফুজা বেগম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- বরালদাহ গ্রামের মোহন শেখ (৫০), তার ছেলে পারভেজ শেখ (২৫), সুরত আলী (৫৫) ও হাশেম শেখ (৫৭)। এছাড়া বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- কামরুল শেখ, আজম শেখ, মেজবাউল শেখ ও আশিকুল শেখ।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল জাগো নিউজকে জানান, ২০১১ সালের ১৪ জুলাই সন্ধ্যায় বরালদাহ গ্রামের রিপন মোল্যাকে বাড়ির অদূরে পূর্ব শত্রুতাবশত মারধর করে আসামিরা। এসময় রিপনের চিৎকারে তার বাবা রউফ মোল্যা দৌড়ে এসে ঠেকানোর চেষ্টা করলে আসামিরা রউফ মোল্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই রাতেই রউফ মোল্যাকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রউফ মোল্যা মারা যান। এ ঘটনায় ছেলে রিপন মোল্যা ৮ জনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।  আরাফাত হোসেন/এফএ/পিআর