নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে উপজেলার মছুাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারের অদূরে ফেনী নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় শিশু ও নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। এছাড়া আরো ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নারীর নাম কামরুন নাহার।কামরুন নাহার কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বিজয়নগর গ্রামের জাহিদ হোসেনরে স্ত্রী। তার দুই মাস আগে বিয়ে হয়। স্বামীর সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি।কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, উপজেলার মুছারপুর ইউনিয়নের মুছারপুর ক্লোজার এলাকাটি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিদিনের ন্যায় বুধবারও বিভিন্ন শ্রেণি-পেশার ভিড় জমায়। বিকেলে সাড়ে ৪টার দিকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলার নদীর মাঝ পথে আসলে উত্তাল ঢেউয়ের কারণে সেটি ডুবে যায়। এসময় আশপাশের লোকজন জীবিত অবস্থায় ২০ জনকে উদ্ধার পরে। পরে নদী থেকে এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মিজানুর রহমান/এআরএ/পিআর