দেশজুড়ে

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে দাগনভূঞা-বসুরহাট রোডের তালেরচারায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী এবাদ হোসেন গুরুতর আহত হন।  বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের বাড়ি ফেনী জেলার দাগনভূঞায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জুয়েল ও এবাদ মোটরসাইকেলযোগে ফেনী থেকে কোম্পানীগঞ্জের মুছাপুরে যাচ্ছিলেন। তালের চারা নামক স্থানে পৌঁছলে চট্রগ্রামগামী বসুরহাট এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত এবাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমান/এএম/পিআর