শেরপুরে চরাঞ্চলের ৬ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের শেরপুর টাউন শাখায় এ ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এ সময় ব্যাংকের ময়মনসিংহ জোনাল প্রধান এসভিপি আবু সাইদ মো. ইদ্রিস, শেরপুর শাখা ব্যবস্থাপক এভিপি হামিদ মাহমুদ, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিরজু ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রৌহা, চরপক্ষীমারী, কামারের চর ও চরমুচারিয়া ইউনিয়নের চারটি স্পটে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের ১০০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, দুই কেজি করে আলু ও চিড়া, এক কেজি করে ডাল, গুড়, লবণ, সয়াবিন তেল, পেঁয়াজ, ২ প্যাকেট করে বিস্কুট, ৬টি করে ওর স্যালাইন ও পরিবার প্রতি নগদ ২০০ টাকা। হাকিম বাবুল/এসএস/আরআইপি