নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি সানোয়ার হোসেনকে (৪৬) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সানোয়ার হোসেন উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে।ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি সানোয়ার হোসেন দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় বুধবার রাতে সানোয়ার হোসেন তার নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাত ২টার দিকে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।ওসি আরো জানান, সানোয়ারের বিরুদ্ধে জেলার পার্শ্ববর্তী পত্নীতলাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।আব্বাস আলী/এসএস/আরআইপি