ঝালকাঠি এনএস কামিল মাদরাসা প্রতিবছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডের শীর্ষ স্থান অর্জন করেছে। এখান থেকে এবছর আলিম পরীক্ষায় ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করে ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিরা সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার দাঁড়িয়েছে ৫৯%। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম বলেন, ২০১৩ সনে ১২১ জন এবং ২০১৪ সনে ২৭৪ জন জিপিএ-৫ পাওয়ায় বোর্ডের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে এ প্রতিষ্ঠানটি। মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৫৯%, ঢাকা দারুন্নাজাত মাদরাসার ৫৪%, তামীরুল মিল্লাত মাদরাসার ৩৭%। টপটেন পদ্ধতি না থাকায় এতেই প্রতিয়মান হয় যে বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। আতিকুর রহমান/এফএ/পিআর