দেশজুড়ে

যুক্তরাষ্ট্রে নিহত ইমামের জানাজা হবিগঞ্জে অনুষ্ঠিত

হবিগঞ্জে আমেরিকার নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত মাওলানা আলাউদ্দিন আখঞ্জির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদ সদস্য মো. আবু জাহির, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। এর আগে সকাল ৯টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের একজন কর্মকর্তা নিহত ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে বেলা আড়াইটায় নিহতের মরদেহ ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জ ঈদগাহ ময়দানে পৌঁছলে অসংখ্য মানুষ তাকে একনজর দেখতে লাশবাহী গাড়ির সামনে ভিড় করেন। এসময় মরদেহ তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার গুছাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। আমুরোড ঈদগাহ ময়দানে বিকেল সাড়ে ৫টায় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, গত শনিবার নিউইয়র্কের আল ফোরকান মসজিদে জোহরের নামাজে ইমামতি করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে তিনি ও তার সহকর্মী তারা মিয়া নিহত হন। তারা মিয়ার মরদেহ নিউইয়র্কেই দাফন করা হয়েছে।এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর