সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা রীতিমতো অপমানজনক। মার্কিন ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র প্রধান মেজর জেনারেল আসিম বাজওয়া এ কথা বলেছেন।সিএনএনএ’র সংবাদিক ক্রিশ্চিয়ানে আমানপুরি তাকে প্রশ্ন করেছিলেন, পাকিস্তানের সামরিক বাহিনী কি প্রতিটি সন্ত্রাসীর বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ব্যবস্থা নিতে পারবে? জবাবে জেনারেল বাজওয়া বলেন, আপনি যদি এ ধরনের প্রশ্ন করেন তাহলে তা হবে পাকিস্তানের জনগণ ওসামরিক বাহিনীর জন্য অপমানজনক।তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী কোনো ধরনের বৈষম্য না করেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেখানে কোনো ধর্ম-বর্ণ কিছুই দেখা হচ্ছে না।জেনারেল বাজওয়া আরও বলেন, আমাদের দৃষ্টিতে কোনো ভালো সন্ত্রাসী নেই। সেখানে নেই কোনো ষড়যন্ত্র। আমরা এ বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার। আমরা খুবই কার্যকর ছিলাম এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফলও পাচ্ছি।এএইচ