দেশজুড়ে

পত্নীতলায় বাসের ধাক্কায় নিহত ১

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারুল বিবি (৪৮) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় ওই অটোরিকশার আরো চার যাত্রী আহত হয়েছেন।নিহত পারুল বিবি উপজেলার পাটিচারা ইউনিয়নের নৌটা গ্রামের আবুল কালামের স্ত্রী।শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নজিপুর বাজারের পাশের রোডস অ্যান্ড হাইওয়ের সামনে তনয় পরিবহন নামে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর যাত্রী পারুল বিবি মারা যান। এ ঘটনায় ওই অটোরিকশার আরো চার যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দির্ঘটনায় নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আব্বাস আলী/এফএ/পিআর