কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে নাসিম আরাফাত(১৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাসিম আরাফাত ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের বাকী বিল্লাহর ছেলে এবং আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসার ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাস্টার জানান, দুপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় আরাফাত। অনেক খোঁজাখুজির পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে একই ঘটনায় হযরত আলী(১৯) নামে অপরজন গোসল করতে গিয়ে নিখোঁজ হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আল-মামুন সাগর/এএম/এবিএস