বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ হেরে বুধবার সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দক্ষিণ আফ্রিকান বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৫ রান করে ফিলান্ডারের বলে প্রথম আউট হন ক্যারিবীয় ওপেনার ডোয়াইন স্মিথ। এরপর একে একে সাজঘরের পথ ধরে অতিথিদের বাকি ব্যাটসম্যানরাও। ১০০ রানের মাইলফলক স্পর্শ করার আগেই ৯ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেট জুটিতে অধিনায়ক হোল্ডার ও বোলার সুলেমান বেন ২৬ রান যোগ করেলে দলীয় স্কোর ১০০ রান অতিক্রম করে। শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৪টি ও ফিলান্ডার নেন ৩টি উইকেট। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। আমলা অপরাজতি থাকেন ৬১ রানে আর ডু প্লেসিস করেন ৫১ রান। এ জয়ের মাধ্যমে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।এমআর