বান্দরবানে রুমা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে গেছে। এ সময় অন্তত দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে মুদি ও পেট্রল বিক্রেতা জামালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের অনেকগুলো দোকানে আগুন লেগে যায়। এ সময় প্রায় ৪২টি দোকান পুড়ে যায়। পরে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে আহত দুজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ প্রশাসনের কর্মকর্তারা।
রুমা জোন কমান্ডার লে. কর্নেল আরিক জানান, আগুনে ৪২ দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।সৈকত দাশ/এএম/এবিএস