ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসানুর রহমান জুয়েল বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষক ও বাগেরহাট শহরের লিচুতলা এলাকার বাসিন্দা।যৌন হয়রানির অভিযোগে ওই স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক হাসানুরের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, শনিবার সকালে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে হাসানুর রহমান পাশের একটি কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তিনি মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন।পরে ওই শিক্ষার্থী কক্ষ থেকে বেরিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে শিক্ষক হাসানুর রহমানকে গ্রেফতার করেছে।বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপকরঞ্জন বিশ্বাস বলেন, আমরা মেয়েটির কাছ থেকে হাসানুর রহমান জুয়েলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরাও ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। শওকত আলী বাবু/এএম/এবিএস