নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ গ্রেফতারকৃত ৩০ জনকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মামলার শুনানি শেষে বিচারক ১১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন আদালতের বিচারক কেএম মহিউদ্দিন।আসামিরা হলেন র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক উপ অধিনায়ক আরিফ হোসেন, সাবেক ক্যাম্প কমান্ডার এম এম রানা, এসআই পুর্ণেন্দু বালা, হাবিলদার ইমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা মিয়া, বিল্লাল হোসেন, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মো. সিহাব উদ্দিন, রেডিও অপারেটর গেইন (আরওজি) মো. আরিফ হোসেন, নূর হোসেনের প্রধান বডিগার্ড মর্তুজা জামান চার্চিল, প্রধান ক্যাশিয়ার আলী মোহাম্মদ, বডিগার্ড মহিবুল্লাহ, তানভীর, ইয়াসিন, আলমগীর, সোনা মিয়া, জুয়েল আহম্মেদ, মিজান, আবদুর রহিম, আরিফুজ্জামান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নুরুজ্জামানসহ ৩০ জন।উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা ডা. বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।বিএ