জয়পুরহাটের হিলি হাকিমপুরের একটি গুদাম থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি-৩ সদস্যরা। শনিবার দিবাগত রাতে এসব কাপড় জব্দ করা হয়।জয়পুরহাট ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা শাড়ি, থ্রি-পিস, থান কাপড় হিলি হাকিমপুরের ফকিরপাড়া এলাকার জনৈক আনসার আলীর গুদামে মজুদ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩,৮৬৪টি ভারতীয় শাড়ি, ২০ থ্রি পিস এবং ৫৪০মিটার থান কাপড় আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটক মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রাশেদুজ্জামান/এফএ/আরআইপি