ফরিদপুর শহরতলীর বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৩ শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত শতাধিক। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।সকাল থেকেই ফরিদপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আকাশ কালো হয়ে প্রচণ্ড ঝড় শুরু হলে জেলা সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী, গেরাদা ইউনিয়নের বাখুন্ডা, অম্বিকাপুরের কোমরপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের দড়ানিপাড়া এবং মল্লিকপুর গ্রামের ঘরবাড়িসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে প্রায় ৫০ জন আহত হন। এছাড়া সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের একটি শেড ভেঙে পড়ে এক নারীসহ তিন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- বাখুন্ডা গ্রামের মালতি মন্ডল (৩৮), কুড়িগ্রাম জেলার হযরত আলী (৫৫), অজ্ঞাত শিশু (১৪)।এসময় অন্তত ৫০ জন শ্রমিক আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ে ওই এলাকার গাছপালা ভেঙে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে পড়ে ও তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এদিকে ঝড়ে গাছ চাপা পড়ে কেশব নগর গ্রামের বীরেন বিশ্বাস (৩৫) নামে একজন ও দরানী পাড়া গ্রামে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে পুলিশ সুপার জামিল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা থেকে আসা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসময় উদ্ধার কাজ করে। বেলা সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত হয় বলে জানা গেছে।এছাড়া সদর, মধুখালীসহ বিভিন্ন এলাকায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং কয়েক হাজার গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে দুপুর থেকেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।এসএম তরুন/এফএ/এবিএস