দেশজুড়ে

ঝিনাইদহে ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ।এসময় আদালত তাকে ৬ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো এক মাসের দণ্ড দেয়া হয় তাকে। দণ্ডিত ভূয়া ডাক্তার ঢাকার মীরপুরের এসএমকে হাসান মাহমুদ।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পুলিশসহ জেলা শহরের গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এসময় ভূয়া ডাক্তার এসএমকে হাসান মাহমুদকে আটক করা হয়। দণ্ডিত ব্যক্তি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা থেকে আসেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।এমএএস