দেশজুড়ে

শিবচরে ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় ঘূর্ণিঝড়ে চরাঞ্চলের চারটি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার বিকেলে হঠাৎ এ ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ভেঙে যায়। এর আগে শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত টানা বর্ষণে মাদারীপুরের শিবচর পৌর এলাকাসহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। এলাকাবাসী জানায়, সকালে ঘূর্ণিঝড়ে শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, সন্নাসীরচর, বন্দরখোলার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরজানাজাত ও কাঁঠালবাড়ির চরের বন্যাকবলিতরা। বন্যার পর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। স্থানীয় আদেল খান জানান, কয়েকদিন হলো বন্যার পানি ও নদী ভাঙন চরাঞ্চলের সাধারণ মানুষকে পথে বসিয়েছে। এবার তার সঙ্গে যোগ হলো ঘূর্ণিঝড়। অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে। কোনো মতে মাথা লুকানোর আশ্রয় খুঁজছি।  জানা যায়, উপজেলার শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানের বৃষ্টির পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি রাস্তাঘাটও তলিয়ে আছে পানিতে। এছাড়া টানা বৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ স্কুল-কলেজে ছিল শিক্ষার্থী শূন্য। ফলে কোনো ক্লাস হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ বলেন, বন্যা ও নদী ভাঙনকবলিত উপজেলা চারটি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যে সহযোগিতার চেষ্টা চলছে। এ কে এম নাসিরুল হক/এএম/এমএস