আন্তর্জাতিক

সৌদি বাদশা আব্দুল্লাহ আর নেই

সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে ৯০ বছর বয়সে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শুক্রবার তার মৃত্যুর খবর প্রকাশ করে দেশটির জাতীয় টেলিভিশন। বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়।বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৫ সাল থেকে আব্দুল আজিজ বাদশার দায়িত্ব পালন করলেও বেশিরভাগ সময়েই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।তৎকালীন বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালের আগস্টে রাজতান্ত্রিকভাবে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন আব্দুল্লাহ। ১৯২৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি।বাদশাহ আব্দুল আজিজের ৩৭ সন্তানের মধ্যে ১৩তম ছিলেন আব্দুল্লাহ। ১৯৬২ সালে সৌদি ন্যাশনাল গার্ডের কামান্ডার এবং ১৯৮২ সালে দেশটির ক্রাউন প্রিন্স ও ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হন তিনি।২০১২ সালে মিসরের রাজনৈতিক পরিবর্তনকালীন ভূমিকা এবং ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে অংশগ্রহণের ঘটনায় বেশ আলোচিত হন বাদশাহ আব্দুল্লাহ।এআরএস