সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা গ্রাম থেকে হিন্দু ধর্মালম্বীদের পূজারী পরিবারের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সকালে সে নিখোঁজ হলেও সোমবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের লোকজন রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিখোঁজ শিশু পল্লব চক্রবর্তী (৩) ব্রম্মগাছা গ্রামের পলান চক্রবর্তীর ছেলে। বাবা পলান চক্রবর্তী জানান, রোববার সকালে পল্লব বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘ সময় হলেও সে বাড়ি না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।ছেলেকে খুঁজে না পেয়ে তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের লোকজন আশঙ্কা করছে শিশুটিকে অপহরণ করা হয়েছে। তবে মুক্তিপণ চেয়ে এখনো কেউ কোনো ফোন করেনি। এই গ্রামের প্রত্যক্ষদর্শী সত্যেন চন্দ্র শীলের স্ত্রী ষষ্ঠী শীল জানান, ব্রম্মগাছা বাজার মসজিদের ইমাম রবিউল ইসলাম রোববার সকালে ছেলেটিকে রাস্তার পার করে দিয়েছেন। তারপর থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে শিশুটি নিখোঁজের সঙ্গে এই ইমাম জড়িত রয়েছেন।রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, পুলিশি তদন্তে ইমামের নাম উল্লেখ করায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শিশুটির সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তবে এখনো শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বাদল ভৌমিক/এসএস/আরআইপি