দেশজুড়ে

ঝিনাইদহে বিরামহীন বর্ষণে জনজীবন বিপর্যস্ত

গত দু’দিনধরে বিরামহীন বর্ষণে ঝিনাইদহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার ছয়টি উপজেলার কয়েকশ’ ঘের পুকুর ও বিল তলিয়ে গেছে। সেই সঙ্গে হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট। পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের হাজারো পরিবার। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝিনাইদহ শহরের বেশির ভাগ পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে শহরে বসবাস করেও অনেকে বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না। ভুটিয়াগাতি, পবহাটী, উপশহরপাড়া, ব্যাপারীপাড়া, আদর্শপাড়া, হাসপাতালপাড়া, কাঞ্চনপুর, কলাবাগান, গয়াসপুর, কাস্টসাগরা, চাকলাপাড়া, আরাপপুর এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও দফায় দফায় চলছে লোডশেডিং। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শহরের অধিকাংশ স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। যারা অফিস-আদালতে গেছেন তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। ঝিনাইদহ সদরের আসাননগর গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, অতি বর্ষণে মাঠঘাট তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। কৃষি জমি এখন পানির নিচে।  এছাড়া পানিতে ডুবে গেছে বেশ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বসতবাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি খেতেরও।ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের এসডি মতিয়ার রহমান জানান, ঝিনাইদহে প্রবল বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পুকুর, বিল, বাওড়, মাঠের ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হরিণাকুন্ডু ও শৈলকুপার সেচখালগুলো ঝুঁকিতে পড়েছে। আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস