ক্যাম্পাস

ঢাবির হলে ছাত্রীকে মারধর করলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এক ছাত্রীকে মারধর করেছেন হল শাখা ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীরা। নির্যাতন শেষে ভুক্তভোগী ছাত্রীকে ছেড়ে দেন ছাত্রলীগ নেত্রীরা। মারধরের শিকার ছাত্রী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হলের ২৪১ নম্বর রাজনৈতিক গণরুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন শান্তা, আইনুন রিপা, ইশরাত জাহান মুন, সাংগঠনিক সম্পাদক নিপো তন্নী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপ-সম্পাদক আয়েশা সুমি, সহ-সম্পাদক আফরোজা আক্তার জুলির নেতৃত্বে মারধরের ঘটনা ঘটে।এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, দুপক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা উভয়পক্ষকে ডেকে মিলিয়ে দিয়েছি। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, দুপক্ষকে ডেকে তাদের কথা আমরা শুনেছি। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য জড়িতদের সতর্ক করা হয়েছে।হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই শুনিনি। আর ফোনে এ বিষয়ে কোনো কথা নয়। কাল অফিসে আসেন।’মারধরের বিষয়ে ভুক্তভোগী ছাত্রী জানান, হলের নিচতলায় অফিসের পাশে ওয়াইফাই জোনে ইন্টারনেট ব্রাউজিং করছিলেন তিনি। এ সময় তারই ব্যাচের তিন ছাত্রলীগ কর্মী এসে ‘সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে’ এমন অভিযোগে তাকে হলের রাজনৈতিক গণরুমে ডাকেন। মারধরের শিকার ওই ছাত্রী তাদের সঙ্গে যেতে অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেত্রী সুমি ও জুলি এসে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে তাকে দোতলার গণরুমে নিয়ে যায়। এসময় তার ব্যবহৃত মুঠোফোনটিও কেড়ে নেয়া হয়। গণরুমে শান্তাসহ অন্য নেত্রীরা তাকে মারধর করে এবং হলের জুনিয়রদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে।এমএইচ/এসএইচএস/এবিএস