দেশজুড়ে

নেত্রকোনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বাবুল মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড়গর্দি গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই উপজেলার এক গৃহবধূকে (৩৫) অপহরণের পর ধর্ষণ করে। ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আদালত ২০১৫ সালে বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জাগোনিউজকে জানান, বাবুল মিয়া প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গত সোমবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থেকে ওই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কামাল হোসাইন/এফএ/পিআর