দেশজুড়ে

রামগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামি আবু জাফর রানাকে (৩২) গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রানা ওই গ্রামের নুরনবী খোকনের ছেলে।পুলিশ জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী রানা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রামগঞ্জের মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, সন্ত্রাসী রানার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলাটি রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।কাজল কায়েস/এআরএ/এমএস