বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। ঝালকাঠির কামারপট্টি রোডস্থ জেলা যুবদলের কার্যালয় থেকে বুধবার সকাল সাড়ে ১০ টায় মিছিল বের হয়ে সামনে অগ্রসরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার। এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা সভাপতি শওকত হোসেন কোকন মল্লিক, সহ-সভাপতি চন্দন পোদ্দার, সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, শহর সভাপতি কিবরিয়া তালুকদার, সহ-সভাপতি জরিুল ইসলাম বাদলসহ আরো অনেকে। আতিকুর রহমান/এসএস/আরআইপি