রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি ও একটি সিএনজিসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে খিলগাঁওয়ের ৭নং তিলপাপাড়ার ২১৮নং বাড়ির সাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে থেকে ওই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।আটককৃতরা হলেন মো. নাসির হাওলাদার ও সিএনজি ড্রাইভার মো. ইউসুফ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র এডিসি (গণমাধ্যম) সাইদুর রহমান।তিনি জানান, আটককৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এখবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও গুলিসহ তিলপাপাড়া এলাকার ওই বাসায় অবস্থান করে আসছিল তারা।এঘটনায় তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।জেইউ/বিএ