দেশজুড়ে

বৃহস্পতিবার রুমায় যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবানের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে বৃহস্পতিবার রুমায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান শেষে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫০ শয্যা বিশিষ্ট রুমা উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ সময় উপস্থতি থাকবেন বান্দরবান জলো প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জতি কুমার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যুৎবিহীন দুর্গম এলাকা আলোকিত করতে শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ দরিদ্র পরিবারের মাঝে ২৬৫টি সোলার প্যানেল বিতরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মার্মা।সৈকত দাশ/এফএ/আরআইপি