শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে জেলার বুড়িরহাট বাজার সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। পরে পালং মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী আতিক হাসান, সোহাগ সাগর, খালিদ হাসান, সোহান ও ইএনটি বিভাগের জয় বলেন, অধ্যক্ষ হুমায়ুন কবির খান কলেজের প্রশাসনিক ভবন দখল করে বাসভবনে রূপান্তর করেছেন। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় শিক্ষকদের অবহেলা এবং অকারণে ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নামে ৬শ টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে। এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে অধ্যক্ষ হুমায়ুন কবির খান এর পদত্যাগের দাবি জানান।এ বিষয়ে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ হুমায়ুন কবির খান বলেন, আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।ছগির হোসেন/এফএ/এবিএস