দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির তিন নেতাসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জে স্থানীয় বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে এ চারজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল ইসলাম রুপো ও বিএনপিকর্মী ফারুক।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সেকেন্ড কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মজিবর রহমান লেবুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাপ্রদান ও নাশকতামূলক ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি আটটি মামলায় জামিনে থাকলেও পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম আরো জানান, নাজমুল হাসান তালুকদার রানার বিরুদ্ধে ১৮টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একই সঙ্গে রবিউল ইসলাম রুপোকে তিনটি মামলা এবং ফারুককে একটি মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সাবেক বিদ্যুৎপ্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু। বাদল ভৌমিক/এএম/আরআইপি