রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ড্রোন উড্ডয়ন ও বার্ষিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ বিদ্যালয় মাঠে এই ড্রোন উড্ডয়ন করা হয়।উদ্বোধন-পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের অডিটোরিয়ামে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বোয়ালমারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, রাজশাহী পিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাহারা খানম প্রমুখ।সভা শেষে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিরা। বিদ্যালয়ের অর্থায়নে বিজ্ঞানের শিক্ষক রেজাউল করিমের সহযোগিতা এবং দশম শ্রেণির ছাত্র সুদীপ্ত মণ্ডল ও রিয়াসাদ ইবনে রইছ সামিটের চেষ্টায় তৈরি করা ড্রোন বিদ্যালয় প্রাঙ্গণে উড্ডয়ন করা হয়।রুবেলুর রহমান/এআরএ/এবিএস