মাদারীপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় ফারজানা এলি (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় শহরের লেকেরপাড়ে অবস্থিত ‘চৌধুরী ক্লিনিকে’ এ ঘটনা ঘটে। নিহত এলি শহরের পাঠককান্দি এলাকার জাকির হোসেনের স্ত্রী ও রাস্তি এলাকার আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে।নিহতের স্বজনরা জানায়, সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য চৌধুরী ক্লিনিকে ডা. খালেদা আক্তার খানমের তত্ত্বাবধানে ওই প্রসূতিকে ভর্তি করা হয়। দুপুরের দিকে ডিএমসি করার জন্য ডা. মাহবুবর রহমান সেলিম মেডিসিন প্রয়োগ করে ওটিতে নেয়। অপারেশনে অধিক সময় লাগলে আত্মীয়-স্বজনরা ওই প্রসূতির সঙ্গে সন্ধ্যায় দেখা করতে চায়।অপারেশনে রোগী মারা গেলেও রাত ৯টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনা চেপে গিয়ে রোগীর অবস্থা গুরুতর বলে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলে। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় রোগী মৃত বলে পরিবারের লোকজন ধারণা করলে পরবর্তীতে আসল সত্য বেরিয়ে আসে।এরপর স্বজনরা অভিযোগ করেন, অতিরিক্ত মেডিসিন প্রয়োগে কারণে মৃত্যু হয়েছে ফারজানার।এদিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা বিক্ষোভ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়।এ কে এম নাসিরুল হক/বিএ