সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বোমা মেরে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গিয়ে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বিএনপি ও তার মিত্ররা জনগণকে নিয়ে যদি আরব বসন্ত ঘটাতে পারতো, তাহলে সেটা হতো স্বতঃস্ফূর্ত আন্দোলন।শনিবার নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর কালনাঘাটে চারলেন বিশিষ্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।সেতুমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।তিনি বলেন, আমরা ক্ষমতাসীন দল। আমরা উস্কানি দিবো না, দায়িত্বশীল ভূমিকা পালন করবো। পেট্রোল বোমায় শিশু, গাড়ির চালক, হেলপারসহ সাধারণ মানুষ মারা যাচ্ছে-এটা আন্দোলন নয়,সহিংসতা। নাশকতা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সওজ’র নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফয়জুল আমির লিটু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।আরএস