ঝিনাইদহের কালীগঞ্জে সাজ্জাদ হোসেন (৫) ও শৈলকুপায় আলিমুল ইসলাম (৬) নামে দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। সাজ্জাদ হোসেন উপজেলার বুজিডাঙ্গা-মুন্দিয়া গ্রামের মাসুদুর রহমানের ছেলে এবং আলিমুল ইসলাম পাইকপাড়ার সেলিমুল ইসলামের ছেলে।নিহত সাজ্জাদের বাবা মাসুদুর রহমান জানান, তার ছেলে বিকেলে খেলা করতে করতে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একটি শিশু পানিতে ডুবে মারা গেছে এমন সংবাদ পেয়েছি। এদিকে, হাকিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল আলিমুল। সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর আশ্রয় কেন্দ্রের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর