দেশজুড়ে

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, আহত ৫

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে লাদেন-মাসুম বাহিনীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে শনিবার রাত সাড়ে আটটায় শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ বন্দুকযুদ্ধ চলে বলে পুলিশসূত্রে জানা গেছে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জামাল উদ্দিন জাগোনিউজকে জানান,  বশিকপুর গ্রামের বৌদ্ধের বাড়ির সামনে লাদেন মাসুম বাহিনীর প্রধান মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের সহযোগী ইউসুফের নেতৃত্বে অস্ত্রধারীরা জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানেই দুই পক্ষের মধ্যে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি বিনিময় হয়। লাদেন-মাসুম বাহিনীর বিরুদ্ধে এলাকায় স্বর্ণবাজারে ডাকাতিসহ জেলার সহকারী পুলিশ সুপার নাসিম মিয়াকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।