সমবেদনা জানাতে দেখা করতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল শনিবার রাত ১২টার দিকে জাগোনিউজকে এ তথ্য জানান।তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন একথা কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনকে জানানো হয়েছে। শুনে খাালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এর আগে রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির গুলশান কার্যালয়ে যান সন্তানের মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে। কিন্তু কেউ ফটক না খোলায় তাঁকে ফিরে আসতে হয়। পরে বিএনপি`র তরফ থেকে বলা হয় খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।