দেশজুড়ে

কুমার নদে ট্রলারডুবি : এখনো নিখোঁজ এক

মাদারীপুরের কুমার নদে ট্রলারডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজন। এর আগে এ ঘটনায় ভানু বালা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার উকিলবাড়ি এলাকার নিম্নকুমার নদে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে ৪২ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন। তারা জন্মাষ্টমীর মিছিল শেষে মাদারীপুর হাইকারমার ঘাট থেকে ফিরছিলেন।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ উদ্ধার ও নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজনদের বরাদ দিয়ে রাত ১১টার দিকে জানান, তার কাছে একজন নিখোঁজের তথ্য রয়েছে। অধিকাংশ যাত্রীই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।জানা যায়, জন্মাষ্টমীর মিছিল শেষে মাদারীপুর হাইকারমার ঘাট থেকে একটি ট্রলার ৪২ জন যাত্রী নিয়ে সদর উপজেলার কলাগাছিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথে উকিলবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি খালি ট্রলার যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়।এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় চারজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ভানু বালা নামে এক নারীর মৃত্যু হয়।একেএম নাসির/বিএ