বান্দরবানের লামায় মাতামুহুরী ব্রিজের পাশ থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে দুইজনকে দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আটকরা হলেন, মো. শাহেল (২২) ও মো. ফয়সাল (২৫)। বৃহস্পতিবার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন লামাউপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাতামুহুরী ব্রিজের পাশ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার সময় হাতেনাতে দুই শ্রমিককে আটক করা হয়। এসময় ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, অভিযুক্তদের খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ ধারায় দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সৈকত দাশ/এফএ/এমএস