নরসিংদীতে চার লাখ টাকার বিদেশি মদ ও বিয়ারসহ মাসুম মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বড় বাজার জামে মসজিদ সংলগ্ন একটি গোডাউন থেকে তাকে আটক করে। আটক মাসুম মিয়া নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ার সেন্টু মিয়ার ছেলে।নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নরসিংদী বড় বাজার জামে মসজিদের আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। প্রায় দুই ঘন্টা অভিযান শেষে মসজিদের কাছের একটি গোডাউন থেকে মাদক ব্যবসায়ী মাসুম মিয়াকে আটক করা হয়। পরে গোডাউনে তল্লাশি চালিয়ে ১৯৫ পিস বিয়ার ও ৬৫ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ চার হাজার ৫০০ টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি গোলাম মোস্তফা। সঞ্জিত সাহা/এএম/পিআর