রাজনীতি

খালেদা জিয়ার কবরে তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বুধবার কবরের সামনে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

জানাজার পর বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। এরপর তারেক রহমান মায়ের কবরে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম