দেশজুড়ে

শেরপুরে দুই শিবির কর্মী গ্রেফতার

শেরপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে জামায়াত শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের মৃত হাবেদ আলীর ছেলে মো. মজিবর রহমান (৫৫) ও মৃত হামির উদ্দিনের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৫)।শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান জানান, শুক্রবার অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে গ্রেফতার করা  হয়। গ্রেফতারকৃত মজিবর ও রিয়াজুল জামায়াত শিবিরের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঝিনাইগাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাকিম বাবুল/এএম/এবিএস