ভারত ফারাক্কার গেট খুলে দেয়ায় পদ্মা ও মহানন্দা নদীর পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ৫ সেন্টিমিটার এবং মহানন্দায় ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৭০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন বন্যার্তরা। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল ইসলাম জানান, পদ্মা বিপদসীমার ৭ সেন্টিমিটার ও মহানন্দা ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনসুরুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত দুইটি উপজেলায় বন্যার্তদের জন্য ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বন্যার ফলে নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির আউশ ধানসহ শতাধিক বিঘার রবিশষ্য পানির নিচে তলিয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নিয়ে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়েছেন। এছাড়া শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৫২ পরিবারকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। কয়েকদিনের মধ্যেই ত্রাণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আব্দুল্লাহ/এসএস/এমএস