ঝালকাঠী জেলা বাস টার্মিনালের একটি বাসে আগুন দেয়োর সময় হাতেনাতে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। রোববার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।ঝালকাঠী সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) শীলমনি চাকমা জাগোনিউজকে বলেন, স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বাস ও এর যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি।আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।